শুক্রবার   ২২ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ৬ ১৪৩০   ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
৩৪৩

যশোরে একদিনে ৩ হাজার ৬`শ জন নিলেন করোনার টিকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

যশোরে একদিনে সর্বচ্চো ৩ হাজার ৬'শ ৩৩ জন করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলাজুড়ে এই সংখ্যক মানুষ টিকা গ্রহণ করেন।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শনিবার যশোরে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন তিন হাজার ছয়শ’ ৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন সাতশ’ ৭৪ জন পুরুষ ও পাঁচশ’ ৫১ জন নারী। পুলিশ হাসপাতাল থেকে ৩৫ জন পুরুষ ও ৩৩ জন নারী পুলিশ সদস্য, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মেডিকেল স্কোয়াড্রনে ১৮ জন পুরুষ ও নয়জন নারী, যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে একশ’ জন পুরুষ ও দু’জন নারী টিকা গ্রহণ করেছেন।

এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ দুশ’ ৫১ ও নারী একশ’ ৬৯ জন, বাঘারপাড়ায় পুরুষ একশ’ ৬৬ ও নারী একশ’ চারজন, চৌগাছায় পুরুষ একশ’ ৭৫ ও নারী ৮৯ জন, ঝিকরগাছায় পুরুষ একশ’ ১১ ও নারী একশ’ ৭৮ জন, কেশবপুরে পুরুষ একশ’ ৮০ ও নারী একশ’ ৪০ জন, মণিরামপুরে পুরুষ দুশ’  ও নারী একশ’ ৭০ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ একশ’ ৪৬ ও একশ’ ৩৪ জন নারীকে টিকা দেয়া হয়েছে।

এ পর্যন্ত জেলায় ৬০ হাজার আটশ’ ৬৮ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩৯ হাজার তিনশ’ ৯৬ পুরুষ ও ২১ হাজার চারশ’ ৭২ জন নারী রয়েছেন। 
 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর