পদ্মা সেতুর সব কাজ এখন মাওয়া প্রান্তে
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮

পদ্মা সেতু এবার দৃশ্যমান হবে মাওয়া প্রান্তে। শুরুতে এই প্রান্তকে ঘিরে সাজানো হয়েছিল সব পরিকল্পনা। সেই লক্ষ্যে ৬ নম্বর পিলারের কাজও ধরা হয়েছিল। তবে মাওয়া প্রান্তের ২২টি পিলারের নিচের মাটির গঠনগত জটিলতায় পাল্টে যায় সব পরিকল্পনা। আপাতত নকশা জটিলতার সমাধান মিলেছে। তাই মাওয়ার দুই, তিন, চার ও পাঁচ নম্বর পিলারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এই পিলারগুলোর ওপর পাইল ক্যাপও বসানো হয়েছে। চাইলে যেকোনও দিন এই চারটি পিলারের ওপর স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, তবে এক্ষেত্রে কারিগরি জটিলতায় পরের স্প্যানগুলো বসাতে সময় বেশি লাগবে। কারণ সেতুর ৪২টি পিলারের প্রতি ছয়টি পিলারকে একটি মডিউল হিসেবে ধরে পুরো সেতুকে সাতটি ভাগে ভাগ করে চলছে সেতুর কাজ। সে হিসেবে সাত নম্বর মডিউলের পাঁচটি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন বিচ্ছিন্নভাবে স্প্যান না বসিয়ে একটি করে মডিউলের কাজ ধরা হবে বলে জানিয়েছেন পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখন থেকে পুরো সেতুর সাতটি মডিউলের কাজ শেষ করেই স্প্যান বসিয়ে দেওয়া হবে। এখন আর বিচ্ছিন্নভাবে স্প্যান বসানোর কাজ হবে না।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘মাওয়া প্রান্তে এখন পুরোদমে কাজ হচ্ছে। আমরা এখনও সেখানে দুটি স্প্যনের কাজ শেষ করতে পারিনি। কারণ সেখানে লোড টেস্ট হচ্ছে। লোড টেস্ট করার পরই আমরা সেখানে কাজটা ধরবো।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুরুতে গত বছর ৩০ সেপ্টেম্বর এক নম্বর স্প্যানটি বসানো হয়েছিল ৩৭ নম্বর পিলারের ওপর। তার পাশের ৩৬, ৩৫ ও ৩৪ নম্বর পিলারের কাজও শেষের দিকে। সব মিলে একসঙ্গে ১০টি পিলারের কাজ চলছে। সেতুর পিলারের আকৃতি অনেকটাই ইংরেজি ‘এস’ অক্ষরের মতো দেখতে। এর জন্য প্রতিটি স্প্যানের আলাদা ডিজাইন করতে হচ্ছে। সূত্র আরও জানিয়েছে, পদ্মাসেতুর মালপত্র সংরক্ষণের জন্য মাওয়া প্রান্তে ইয়ার্ডে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনা করে চীন থেকে সবগুলো স্প্যানের টুকরো এখনও দেশে আনা হয়নি। তবে যে সব স্প্যানের কাজ শেষ হয়েছে সেগুলো আগে বসানোর পরিকল্পনা করছে সেতু কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কন্ডিশন অনুযায়ী চীন থেকে স্প্যানগুলো আসবে। নদীর কন্ডিশন, আবহওয়ার আচরণ সব কিছু মিলিয়ে কাজ করতে হবে। এখানে গায়ের জোরে কিছু করা যাবে না।
সূত্র জানিয়েছে, পরিবর্তিত ডিজাইন অনুযায়ী এই ৬ ও ৭ নম্বর পিলারের আরও ৪টি করে পাইল স্থাপন এবং গভীরতায় খানিকটা কম বেশি করা হচ্ছে। এমন সিদ্ধান্তে সব বিশেষজ্ঞ একমত হওয়ার পরই পদ্মা সেতুর কাজে নতুন গতি আসে। তাই মাওয়া প্রান্তেও কাজ শুরু হয় পুরোদমে। ২, ৩ ও ৪ নম্বর পিলার সম্পন্ন ছাড়াও ১৩ নম্বর পিলারের কাজ সম্পন্ন। ১৪ নম্বর পিলারের কাজও একেবারে চূড়ান্ত পর্যায়ে।
জানা গেছে, ১৬টি পাইলের মধ্যে ১২টি পাইল সম্পন্ন। তবে এই পাইল বসানোর পরও পিলার উঠতে আরও কয়েক মাস সময় লাগবে। তাই এক প্রান্ত থেকে স্প্যান বসানো বিলম্ব হচ্ছে। এদিকে চীন থেকে আসা স্প্যানের স্তূপ পরে গেছে মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপে। স্প্যান রাখার আর জায়গা নেই। তাই চীনে তৈরি করে রাখা স্প্যানগুলো পাঠাতে পারছে না। কুমারভোগের এই ওয়ার্কসপে এখনও ১৩টি স্প্যান রয়েছে। এর মধ্যে ৫টা স্প্যান ফিটিংস হয়ে গেছে। এ পর্যন্ত ১৮টি স্প্যান চীন থেকে আনা হয়। বাকি ৫টি স্প্যান সেতুতে ফিটিং করা হয়েছে। তাই এক প্রান্তের পরিবর্তে আপাতত মাঝের খুঁটি থেকেই স্প্যান বসানো শুরু হচ্ছে। তাই শিগগিরই ১ নম্বর মডিউলের ছয়টি স্প্যানের মধ্যে তিনটিই বসিয়ে দেওয়া হবে। এমনভাবে বসানো হবে যাতে পারে আবার নাড়াচড়া করা যায়। কারণ ৬ ও ৭ নম্বর পিলার এবং ১ নম্বর পিলার উঠে গেলে পাকাপোক্তভাবে স্থাপন করা হবে স্প্যান। এতে ওয়াকর্সপের জায়গা খালি হবে। চীনে তৈরি হয়ে থাকা স্প্যানগুলো কুমারভোগ ওয়ার্কশপে এনে ফিটিং এবং রং করাসহ অন্যান্য কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। পদ্মা মূল সেতুর ৪২টি খুঁটির ওপর বসবে ১৫০ মিটার দীর্ঘ ৪১টি স্প্যান। এছাড়া প্রায় সব স্প্যানই তৈরি হয়ে গেছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, পদ্মা সেতুর স্প্যানের ওপরে স্ল্যাব তৈরির কাজেও গতি আসছে। রোডওয়ে বক্স স্ল্যাব ২৮টি সম্পন্ন হয়েছে। নানা সাইজের এই বক্স স্ল্যাব প্রয়োজন হবে ৩ হাজার ৫০টি। এই স্ল্যাবের ওপর দিয়েই চলবে গাড়ি। কুমারভোগ ওয়ার্কসপের উত্তর পাশে এই স্ল্যাব তৈরি হচ্ছে। আর নিচের তলার ট্রেনের জন্যও সমপরিমাণ স্ল্যাব তৈরি হচ্ছে। ইতোমধ্যেই সাড়ে ৫শ’র বেশি ট্রেন ওয়ে বক্স স্ল্যাব হয়ে গেছে। এভাবেই দ্রুত এগিয়ে চলেছে পদ্মা সেতু তৈরির কাজ।
পদ্মা সেতুর সর্বশেষ টেস্ট পাইল বসানো হচ্ছে এখন। এটি বসানো হবে মাঝ পদ্মায় অর্থাৎ ২৫ থেকে ২৮ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে। আগস্টের প্রথম সপ্তাহে ৩ মিটার ডায়া বিশিষ্ট এ টেস্টিং পাইল স্থাপনের সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে কুমারভোগ ওয়ার্কশপে পাইলের টিউব তৈরি করা হয়ে গেছে। ‘ডিটি ১০’ নম্বর এই টেস্টিং পাইল স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল প্রায় তিন মাস আগে।
খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মাসেতুর মাওয়া প্রান্তে যে সব পিলারের জটিলতা পুরো শেষ হয়নি সেগুলোয় এখন টেস্ট পাইলের কাজ চলছে। নকশা জটিলতা ও নানা সমস্যার কথা বিবেচনা করে এতোদিন কাজ হয়েছে সেতুর জাজিরা প্রান্তের দিকে। তবে চলতি বছর বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে মাওয়া প্রান্তে কাজে গতি আনা সম্ভব না হলেও পদ্মা সেতুর পরবর্তী স্প্যানগুলো মাওয়া প্রান্তে বসানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে এক সঙ্গে নদীর দুপ্রান্তেই দৃশ্যমান করা সম্ভব হবে পদ্মা সেতুর কাঠামো।

- গণহত্যা প্রতিরোধে সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত
- ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিচ্ছে এডিবি
- হয়রানি ছাড়াই মিলছে হারানো পণ্য, সব তথ্য
- বাস্তবমুখী ব্যয় পরিকল্পনার পথে সরকার
- বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ আসছে
- বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ আসছে
- বাংলাদেশের উন্নয়ন তুলে ধরলেন সালমান এফ রহমান
- শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
- অবৈধ অস্ত্র উদ্বারে আজ শুরু বিশেষ অভিযান
- কুয়াকাটায় উদ্বোধন মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যালের
- শীতে শিশুর সুরক্ষা নিশ্চিতে করণীয়
- স্ত্রীর কথা শুনে চলা পুরুষদের রোগের ঝুঁকি কম: গবেষণা
- ধর্মের জন্য ভালোবাসার মানুষকে ত্যাগ করলেন বলিউড অভিনেত্রী
- ‘অ্যানিম্যাল’ বিতর্ক এবার পৌঁছে গেল ভারতের রাজ্যসভায়
- হজযাত্রীদের যে সুখবর জানাল সৌদি সরকার
- যে সাহাবির তেলাওয়াত শুনে কেঁদেছিলেন রাসূলুল্লাহ (সা.)
- প্রেম করে বিয়ে বা বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ?
- ভারত সিরিজে আবারো ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
- অবশেষে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করলো ডেনমার্ক
- মহাকাশে হারানো টমেটোর খোঁজ মিলল
- কিউএস র্যাঙ্কিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বশেমুরকৃবি
- নারী প্রধান বিচারপতি করতে না পারায় আফসোস প্রধানমন্ত্রীর
- সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ
- ৫ কৃতি নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী
- নিজ জেলাতেই যশোরের ৫ ওসির বদলি
- ঝিনাইদহে অভাবের তাড়নায় সন্তান বিক্রি করলেন মা
- কালীগঞ্জে আগুনে ৫ লাখ টাকার মালামাল ভস্মিভুত
- ছাত্রলীগের আড্ডায় আসছেন মাশরাফি
- বিজয়ের পতাকা প্রথম উড়েছিল যশোরে
- মৌসুমের শুরুতেই পাখির কলতানে মুখরিত পানিপাড়া
- ফরিদপুরে `দাফনের` পাঁচদিন পর জীবিত ফিরলেন গৃহবধূ
- তামিমকে না নেওয়ার গোপন রহস্য ফাঁস
- আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া আহসান
- কলকাতার নায়িকাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন জায়েদ খান
- জেবার শুটিংয়ে ডিরেক্টরস গিল্ডের বাধা
- বলিউডে পা রেখেই নয়নতারা, ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী
- কয়েকটি দৃশ্য ধারণ করেলেই নায়িকা হবেন পূজা
- ‘রাতের অন্ধকারে নয়, ভোটের মাধ্যমে সরকার গঠন হবে’
- গায়ের চামড়া মোটা করেই কাজে নামতে হয়: কৌশানী মুখার্জি
- বিএনপি জানে তাদের নেতা নেই, মুণ্ডুহীন একটা দল: প্রধানমন্ত্রী
- প্রিয়াঙ্কাকে দীপিকার খোঁচা
- উন্নয়ন কাজের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ পেলো যশোর জেলা পরিষদ
- যুক্তরাষ্ট্রে মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!
- খোলা পোশাকে ছবি দিতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী
- ‘রেড কার্পেট’ মাতালেন মিম
- আলিয়ার ‘কুরুচিকর’ ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন রাশমিকা
- দাম্পত্যের ক্ষেত্রে বন্ধুত্বটাই আসল: জয়া
- সরে যাচ্ছে ঢাকার তিন বাস টার্মিনাল
- ‘তামিম তুই আরেকবার আমাদের গর্বিত করেছিস’
- সুনীল অর্থনীতি থেকে বছরে ২৫০ বিলিয়ন ডলার আয় সম্ভব

- তুরানের কবুতর খামার
- ঝিনাইদহে অন্যান্য ফলের সঙ্গে শুরু হয়েছে শরিফা ফলের চাষ
- গত দশ বছরে ঈর্ষণীয় অর্থনৈতিক অগ্রগতি
- যশোর আসছে ডাবল রেল প্রকল্পের আওতায়
- দ্বিতীয় তিস্তা সেতু দৃশ্যমান, গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নপূরণ
- যশোরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
- চার লেন হচ্ছে পালবাড়ি-মুড়লি মহাসড়ক
- গত এক দশকে অবকাঠামোগত অভাবনীয় উন্নতি
- উপকূলে দুর্যোগে কমেছে মৃত্যু হার
- গত একদশকে রাজস্ব আদায় বেড়েছে ৪ গুণ
- আড়াই ঘণ্টায় ঢাকা থেকে যশোর!
- পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসবে ডিসেম্বরে
- যশোর কাস্টমসের রাজস্ব আহরণে রেকর্ড
- পদ্মা সেতুর সব কাজ এখন মাওয়া প্রান্তে
- জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা