শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে’ যশোর-৪ আসন : আওয়ামী মনোনীত প্রার্থী এনামুল হকের বর্ধিত সভা নড়াইল-২ : মাশরাফির মনোনয়নপত্র জমা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৩১৪০ যশোর-৩ আসন : মনোনয়নপত্র জমা দিলেন এমপি নাবিল আহমেদ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
১৪১৮

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ দিন ছুটি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম, বড়দিন, শীতকালীন অবকাশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৭ দিন ছুটি থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)। বুধবার (১৯ ডিসেম্বর) থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভায় ছুটির সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ১৭ দিন ছুটি থাকায় শহীদ মশিয়ুর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল ১৯ ডিসেম্বর ১২টার মধ্যে খালি করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারি সকাল ১০টায় হল দুটি খুলবে। ৫ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর