সোমবার   ০২ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৬ ১৪৩০   ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা চৌগাছায় পেঁয়াজ বীজ পেলেন ১৭০ কৃষক রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান চুক্তি স্বাক্ষর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই
৫৭

চার বছরে বিদেশী বিনিয়োগ ১,৩৩,০৫০ কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বাস্তবায়ন, প্রণোদনা দেয়া, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশী-বিদেশী বিনিয়োগ বেড়েছে বলে জানান সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছরে দেশে প্রকৃত বিদেশী বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ দশমিক ৪২ মিলিয়ন টাকা।’ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশী বিনিয়োগ হয়েছে ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৮ দশমিক ৯১৯ মিলিয়ন টাকা। একই সময়ে বিদেশী বিনিয়োগ হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ২০৫ দশমিক ৬৮৬ মিলিয়ন টাকা। ৪৬ লাখ ৮১ হাজার ১৯৪ দশমিক ৬০৫ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানান মন্ত্রী।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানি সংস্থাটির নিজস্ব আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ও আইসিডিডিআর,বি ল্যাবে নিয়মিত পরীক্ষা করা হয়। পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মান বজায় রেখে পাইপলাইনে সরবরাহ করা হয়।’

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পল্লী অঞ্চলে ৬ লাখ ৭ হাজার ৬৩৭টি পানির উৎস স্থাপন এবং ৪৯১টি রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম এবং ৮ হাজার ৮৩৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের কাজ চলমান আছে।’

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মধ্যে গ্রামাঞ্চলে ১০ লাখ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে।’

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর