রোববার   ১০ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২৫ ১৪৩০   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
ভোট পর্যবেক্ষণে বিদেশিদের আবেদনের সময় শেষ আজ নির্বাচন পর্যবেক্ষণ করবে ৯৬ দেশি সংস্থা মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরুর আগে বৃষ্টি সৌদির সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন চুক্তি স্বাক্ষর দেশের বাজারে কমেছে সোনার দাম রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ডিসেম্বর মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে দ্বিতীয় দফায় ইসির নিবন্ধন পেল ২৯ পর্যবেক্ষক সংস্থা আ.লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীরা মুখোমুখি
৬৩৮

চার লেন হচ্ছে পালবাড়ি-মুড়লি মহাসড়ক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

চার লেনে উন্নীত হচ্ছে যশোর শহরের পালবাড়ি থেকে মুড়লি মহাসড়ক। 

এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে পালবাড়ি-মনিহার-মুড়লি জাতীয় মহাসড়কের মুড়লি মোড় পর্যন্ত একটি প্রস্তাব করা হয়েছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১শ’ ৩১ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর জেলা শহরে যানজট কমবে এবং নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানান, প্রকল্পটি পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাওয়ার পর গত ১৮ জুলাই প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। জানা গেছে, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, যশোর জেলা শহরের পালবাড়ি-দাড়াটানা-মনিহার-মুড়লি জাতীয় মহাসড়কটির মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৪৯ কিলোমিটার। সড়কটি যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি থেকে শহরের প্রাণকেন্দ্র মনিহার সিনেমা হলের সামনে দিয়ে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় গিয়ে শেষ হবে। সড়কটির ২ দশমিক ৯১ কিলোমিটার সড়কাংশ যশোর শহরের প্রবেশদ্বারসহ কয়েকটি জাতীয় মহাসড়কের সংযোগ সড়ক। স্বাধীনতার আগে নির্মিত এ সড়কটি যশোর তথা সমগ্র দক্ষিণ বঙ্গের প্রবেশ ও বাহির পথ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিদিন হাজার হাজার ভারি যানবাহন এই সড়ক দিয়ে নড়াইল, যশোর শহর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট জেলায় যাতায়াত করে। পরবর্তীতে জাতীয় মহাসড়ক শ্রেণীতে সড়কটি অন্তর্ভুক্ত করা হলেও তা জাতীয় মহাসড়কের মানে নির্মাণ করা হয়নি। বর্তমানে সড়কটির এ্যানুয়াল এ্যাভারেজ ডেইলি ট্রাফিক ১৬ হাজার ৪শ’ ৯১ হাজার ভারি যানবাহন ও হালকা যানবাহন, যা সড়কটির ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি। প্রস্তাবিত প্রকল্পের ওপর চলতি বছরের গত ১৮ জুলাই পিইসি সভা অনুষ্ঠিত হয়। এই সভার সিদ্ধান্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ডিপিপিতে মোট প্রাক্কলিত ব্যয় ১৩১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে।

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে সড়ক বাঁধ নির্মাণ, বিদ্যমান পেভমেন্ট নতুন, এসএমভিটি লেন নির্মাণ, সার্ফেসিং, রিজিড পেভমেন্ট নির্মাণ, বাস-বে, আরসিসি ড্রেন কাম ফুটপাথ, আরসিসি ক্রস ড্রেন, সসার ড্রেন, নিউ জার্সি বেরিয়ান, সড়ক ডিভাইডার, রক্ষাপ্রদ কাজ, রোড মার্কিং-থার্মোপ্লাস্টি ম্যাটেরিয়াল, দিক নির্দেশক এবং নির্মাণকালীন রক্ষণাবেক্ষণ করা হবে। 

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর জেলার পালবাড়ি-দড়াটান-মনিহার-মুড়লি জাতীয় মহাসড়কের মনিহার হতে মুড়লি পর্যন্ত এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণের মাধ্যমে শহরের যানজট কমসহ উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর