নির্বাচন থেকে সরে যাবে ঐক্যফ্রন্ট!
দৈনিক যশোর
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাহী বি. চৌধুরী।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন মাহী.বি চৌধুরী। এতে একাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানা।
মাহী বি চৌধুরী বলেন, ‘যেকোনো ভাবে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার একটা উছিলা মনে হয় খুঁজছে বিএনপি-জামায়াতের নতুন জোট। সেই কারণে আমরাও আলোচনা করছি যে আমাদের কর্মকৌশল কী হবে, কীভাবে আমরা নামব, কেননা আমরা সম্পূর্ণভাবে নির্বাচনী পরিবেশে বিরাজমান। এখানো কোথাও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে নির্বাচন থেকে তারা বেরিয়ে যেতে পারে। এ ধরনের পাঁয়তারা করছে।’