যশোর আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস, সম্পাদক মোর্ত্তজা
দৈনিক যশোর
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছে।
এতে সভাপতি পদে মহাজোট আইনজীবী প্যানেলের প্রার্থী ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট নির্বাচিত হয়েছেন।
এদিকে সোমবার সকাল ১০ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। মোট ৪৪২ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এটিএম এনামুল হক।
নির্বাচনে ১৭ টি পদের মধ্যে সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্যানেল ৯ টি পদে ও সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী ঐক্য প্যানেল ৮টি পদে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে অ্যাডভোকেট ইদ্রিস আলী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শেখ আব্দুল মোহায়মেন পেয়েছেন ১৫৬ ভোট ও অ্যাডভোকেট আব্দুস শহীদ লাল পেয়েছেন ৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট ২১৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন পেয়েছেন ২০৯ ভোট।