মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝিনাইদহে দুস্থ-অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

ঝিনাইদহে ২ হাজার দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ। শনিবার সকালে পাগলাকানাই ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার, রাবেয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

রাবেয়া হাসপাতালের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন বক্ষ্যব্যাধি, মা ও শিশু রোগ, শিশু বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, গাইনী ও সার্জারী বিশেষজ্ঞ ৭ জন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদাণ করেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ সহস্রাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি পরীক্ষা শেষে ঔষধ বিতরণ করা হয়।