রোববার   ১০ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২৫ ১৪৩০   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মস্কো ও ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

যশোরের আলো

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোববার

রাজধানী মস্কোর উপকণ্ঠে ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া ক্রিমিয়াও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আলাদা একটি টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

তিনি লেখেন, শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মস্কোর ইস্ট্রিনস্কি জেলার ওপর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও লেখেন, ধ্বংসাবশেষ যে স্থানে পড়েছিল, সেখানে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে শনিবার দুপুরে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছিল। এর কিছু পর উপদ্বীপটিতে আরও চারটি ড্রোন শনাক্তের পর সেগুলোকে ধ্বংস করা হয়।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।