৪১তম বিসিএস পরীক্ষা: মডেল টেস্ট-১
নিউজ ডেস্ক:
যশোরের আলো
প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।
৪০তম বিসিএস’র প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় যারা ৪১তম বিসিএস’র জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন।
দেশ-বিদেশ
১। কবি আল মাহমুদ কবে মারা যান?
ক) ২২ জানুয়ারি , ২০১৯
খ) ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
গ) ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
ঘ) ২৩মার্চ, ২০১৯
২। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার এখন কয়টি?
ক) ২৯
খ) ২৮
গ) ২৭
ঘ) ২৬
৩। মুজিব বর্ষ পালিত হবে---
ক) ২০১৯
খ) ২০২০
গ) ২০২২
ঘ) ২০২৩
৪। বাংলাদেশে ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৫। ট্রাম্প ও উনের ২য় বৈঠক অনুষ্ঠিত হয় কোন দেশে?
ক) সিঙ্গাপুর
খ) কোরিয়া
গ) ফিনল্যান্ড
ঘ) ভিয়েতনাম
৬। ২৩মার্চ, ২০১৯ সালে ইহলোক ত্যাগ করেন --
ক) শাহনাজ রহমতুল্লাহ
খ) কবি আল মাহমুদ
গ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
ঘ) পলান সরকার
৭। 'Hasina : A Daughter's Tale' পরিচালনা করেন ---
ক) শেখ হাসিনা
খ) শেখ রেহেনা
গ) নসরুল হামিদ
ঘ) পিপলু
৮। কার জীবনের ছায়া অবলম্বনে 'অবদান ' নাটকটি?
ক) সুবীর নন্দী
খ) কবি আল মাহমুদ
গ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
ঘ) পলান সরকার
৯। নিচের কোন গানটির শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ছিলেন?
ক) একাত্তরের মা জননী
খ) বন্ধু হতে চেয়ে তোমার
গ) সব ক'টা জানালা খোলে দাও না
ঘ) এক নদীর রক্ত পেরিয়ে
১০। আলোর ফেরিওয়ালা পলান সরকারের প্রকৃত নাম ছিলো---
ক) বইওয়ালা দাদু ভাই
খ) গোলাম কবির
গ) হাফিজউদ্দীন
ঘ) হারেজ উদ্দিন
১১। বিশ্বের সর্বোচ্চ বা উচ্চতম জলপ্রপাত 'অ্যাঞ্জেল ফলস' কোন দেশে অবস্থিত?
ক) মেক্সিকো
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ভেনেজুয়েলা
১২। 'মাওরি ' সম্প্রদায় পৃথিবীর কোন দেশে বসবাস করে?
ক) ভেনেজুয়েলা
খ) দঃ আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া
ঘ) নিউজিল্যান্ড
১৩। কোন দেশকে দক্ষিণের 'গ্রেট ব্রিটেন ' বলা হয়?
ক) দঃ আফ্রিকা
খ) চিলি
গ) যুক্তরাজ্য
ঘ) নিউজিল্যান্ড
১৪। ভেনেজুয়েলার মুদ্রার নাম কি?
ক) ডলার
খ) পেসো
গ) বলিভার
ঘ) ফ্রাঙ্ক
১৫। বিশ্বের কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
ক) যুক্তরাজ্য
খ) ডেনমার্ক
গ) সুইডেন
ঘ) নিউজিল্যান্ড
১৬। ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট শুরু হয়---
ক) ২০১৪ সালে
খ) ২০১৫ সালে
গ) ২০১৬ সালে
ঘ) ২০১৮ সালে
১৭। 'ভেনিজুয়েলা ' শব্দের অর্থ কি?
ক) মাইক্রো দেশ
খ) ক্ষুদ্র দেশ
গ) ক্ষুদ্র ভেনিস
ঘ) পার্ল হার্বার
১৮। বর্তমান বিশ্বে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
ক) জিম্বাবুয়ে
খ) বোতসোয়ানা
গ) বাংলাদেশ
ঘ) ভেনেজুয়েলা
১৯। নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় --
ক) মাওরি
খ) অসি
গ) কিউই
ঘ) পেঙ্গুইন
২০। 'কারাকাস' কোন দেশের রাজধানী?
ক) নিউজিল্যান্ড
খ) পশ্চিম সাহারা
গ) কলম্বিয়া
ঘ) ভেনেজুয়েলা
উত্তর : ১।খ ২।ঘ ৩।খ ৪।গ ৫।ঘ ৬।ক ৭।ঘ ৮।ঘ ৯।ঘ ১০।ঘ ১১। ঘ ১২।ঘ ১৩।ঘ ১৪।গ ১৫।ঘ ১৬।ক ১৭।গ ১৮।ঘ ১৯।গ ২০। ঘ