শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

যশোরের আলো

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্রামের খুব বেশি সময় পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ড থেকে ফেরার কয়েক দিনের মধ্যে দেশ ছাড়তে হয়েছে তাদের।

কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১শে জুলাই হবে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। তারই প্রস্তুতিতে আজ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল। 

মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচটি শুরু হবে সকাল পৌনে ১১টায়, কলম্বো পি সারা ওভালে।

বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশই খেলানোর আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাকিরা আগেভাগে দেশ ছাড়লেও ‘এ’ দলের হয়ে খেলা শেষে সোমবার দলের সঙ্গে যোগ দেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার তামিম। এছাড়াও দলে নেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব আল হাসান।

বিশ্বকাপে মাশরাফী ও সাইফউদ্দিন বেশ কয়েকটি ম্যাচে নতুন বলে বোলিং করেছেন। তাদের কেউই নেই শ্রীলংকা সিরিজে। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের মতো তরুণদেরই নিতে হবে নতুন বলের দায়িত্ব। 

বিশ্বকাপ দলের চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কেমন করে সেটার ড্রেস রিহার্সেল হবে একমাত্র প্রস্তুতি ম্যাচে।