নড়াইলে বাড়ছে শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ
নিজস্ব প্রতিনিধি
যশোরের আলো
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার

নড়াইলে শিশুদের আশংকাজনকভাবে বাড়ছে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ। নানা অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। লোকবল কম থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
নড়াইল সদর হাসপাতালে গেলে দেখা যায় কতটা অসহায় রোগীরা। বেড না পেয়ে মেঝেতে অসুস্থ শিশুকে সেবা দিচ্ছেন স্বজনরা। প্রতিদিন প্রায় ৪০ জন শিশুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যাদের বেশির ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।
নড়াইল সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড মাত্র ৯ টি। ফলে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। রয়েছে জনবল সংকটও। অতিরিক্ত রোগীর চাপের কারণে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। দুই বছর আগে মাগুরা সদর হাসপাতালকে আড়াইশো শয্যায় উন্নীত করা হয়। কিন্তু লোকবলের অভাবে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা।