শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত যশোরের কৃষক

নিজস্ব প্রতিনিধি

যশোরের আলো

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

খুব বেশি নয়, এইতো মাত্র ক’দিন আগেই ঘরে আমন ধান তুলেছেন কৃষক। সেই ধানের বেচাবিক্রি চলছে এখনও। এরই মধ্যে যশোর অঞ্চলের কৃষক বোরো আবাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এখানকার চাষীদের বেশির ভাগই এখন বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত। শীতের ভোরে লাঙ্গল, জোয়াল ও মইসহ নানারকম কৃষিযন্ত্র নিয়ে তারা মাঠের দিকে ছুটছেন।

যশোরের বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের কেউ জমি চাষ করছেন। আবার অনেকে কোদাল দিয়ে মাটি কুপিয়ে বীজতলার চারপাশে আল বাঁধছেন। আর যাদের বীজতলার জমিতে লাঙ্গল দেয়ার কাজ শেষ হয়েছে তারা এখন মই দিয়ে মাটি সমান করছেন। আবার যাদের বীজতলা প্রস্তুত হয়ে গেছে, তারা সেখানে বীজ ধান ছিটিয়ে দিচ্ছেন। 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে বীজ তৈরি করেছেন কৃষকরা। গত কয়েকদিন যশোর সদরের চাঁচড়ার ভাতুড়িয়ায় হরিণার বিল, সাড়াপোল, রূপদিয়া, হাশিমপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া, নরেন্দ্রপুর ইউনিয়নের তালবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের মাঠে বোরোর বীজতলা তৈরির দৃশ্য চোখে পড়েছে।