শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

অভয়নগরে কয়লা ড্যাম্পিংয়ের প্রতিবাদে মানববন্ধন 

জেলা প্রতিনিধি

যশোরের আলো

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়াসহ বিভিন্ন জনবসতি এলাকায়  অবৈধভাবে কয়লা ড্যাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে ঘণ্টাব্যাপী নওয়াপাড়ার মহাকাল চেঙ্গুটিয়া এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আ. গফ্ফার বিশ্বাস, প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, শিক্ষক বাবুল আখতার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিস, আ.লীগ নেতা আলী হায়দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফি কামাল, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আবুল হোসেন, বাজার কমিটির সভাপতি আবু জাফর বিশ্বাস প্রমুখ।

অবিলম্বে আবাসিক এলাকা থেকে কয়লা ড্যাম্পিং বন্ধ করে দূষণ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিকট জোর দাবি জানিয়েছেন বক্তারা।