যশোরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
যশোর
দৈনিক যশোর
প্রকাশিত : ১১:৩০ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

স্বয়ং সম্পূর্ণ দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কৃষকদের মাঝে রপি ও খরিপ মৌসুমের জন্য সার ও বীজ বিতরণ করছে। এই ধারাবাহিকতায় যশোর ১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন শার্শায় ২ হাজার ২শ ৪৩ জন কৃষকদের মাঝে মৌসুমী বীজ ও সার বিতরণ করেছন
এসময় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি কয়েক জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। পরে সরকারী গোডাউন থেকে অন্য কৃষকদের মাঝে কৃষি বিভাগ সার ও বীজ বিতরণ করেন।