শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বাঘারপাড়ায় দরিদ্র ৫০ মুক্তিযোদ্ধার মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি

যশোরের আলো

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

যশোরের বাঘারপাড়ায় ৫০ জন দরিদ্র মুক্তিযোদ্ধার মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। 

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নে ১০ জন দরিদ্র মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি। পরে দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে খাজুরা ও পুলেরহাট বাজারে বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের ২৮ জন মুক্তিযোদ্ধার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে।

এর আগে তিনি (আব্দুল আজিজ) সোমবার উপজেলা সদর, জামদিয়া, দরাজহাট ও ধলগ্রাম ইউনিয়নে দরিদ্র মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন।
 
জানতে চাইলে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস বলেন, দেশের সব শ্রেণীর মানুষ করোনার কারণে খাদ্য সংকটে পড়েছে। মুক্তিযোদ্ধারাও তার বাইরে নয়। উপজেলার অধিকাংশ মুক্তিযোদ্ধা পরিবার অস্বচ্ছল। তাদের ভিটেবাড়ি ছাড়া কোন সহায় সম্পত্তি নেই। সামান্য ভাতার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এসব দিক বিবেচনা করে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্য অনুযায়ী সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছি।

এদিকে কষ্টের সময় দরিদ্র মুক্তিযোদ্ধারা এ ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন। দীর্ঘদিন পরে মুক্তিযোদ্ধারা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই খোশগল্পে মেতে উঠেন।