শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

আম্পানে বিধ্বস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ১০:২০ পিএম, ২৩ মে ২০২০ শনিবার

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে নীলফামারীর উপর দিয়ে বয়ে যাওয়া দমকা বাতাসে এক অসহায় বৃদ্ধার বিধ্বস্ত ঘর নির্মাণ করে দিয়েছে সেনা সদস্যরা। 

গত শুক্রবার ও আজ শনিবার বৃদ্ধা মরিয়ম বেগমের মাথা গোঁজার একমাত্র ঠাই ঘরটি নির্মাণ করে দেন রংপুরের খোলাহাটী সেনানিবাসের সদস্যরা।

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্ত এলাকা কেতকিবাড়ীর বৃদ্ধা মরিয়ম বেগমের আশ্রয়স্থল ঘরটি গত বৃহস্পতিবার দমকা বাতাসে বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘর নির্মাণে ছুটে আসেন সেনা সদস্যরা।

খোলাহাটি সেনানিবাসের ক্যাপ্টেন তাসজিম হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে ছিল, আছে। এরই ধারাবাহিকতায় আম্পানে ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধার ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।