শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

ঝিকরগাছায় দুর্যোগ সহনীয় ঘর পেল ৪৩ পরিবার

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের অধীনে দুর্যোগ সহনীয় ঘর পেয়ে খুশিতে আত্মহারা যশোরের ঝিকরগাছা উপজেলার ৪৩টি অসহায় পরিবার। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মাগুরা ইউপি ভবনে এ সব অসহায় পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটি ঘর দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট, প্রস্থ সাড়ে ১৬ ফুট নির্মাণ করা এসব ঘরের মেঝে পাকা, সামনে খোলা বারান্দা আরসিসি পিলার, উন্নত টিনের বেড়ার ছাউনিতে ঘেরা। এর সঙ্গে একটু দূরে পয়ঃনিস্কাশনের স্যানিটারি ল্যাট্রিন।

ঘর নির্মাণ কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, এ প্রকল্প বাস্তবায়নের সময় উপকরণের (সিমেন্ট, ইট-বালু, রড, কাঠ, টিন) গুণগত শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করেছি।

এছাড়া এ প্রকল্পের আওতায় মোট ৩৩৪টি ঘর নির্মাণের কাজ দ্রুত শেষ হবে বলেও জানান তিনি।

মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন বলেন, ঘরপ্রতি নির্মাণ ব্যয় এক লাখ টাকা হিসেবে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তদারকিতে সুষ্ঠুভাবে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরই গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। গরিব-অসহায় মানুষের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী নানা প্রকল্প বাস্তবায়ন করছেন। 

উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।