শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

খুলনায় তিন হত্যাকাণ্ড: প্রধান আসামি জাফরিনকে যশোর থেকে আটক

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ১০:১০ এএম, ১৯ জুলাই ২০২০ রোববার

খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের তিন সহোদর জাকারিয়া, জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে তিনজন নিহত ও সাত থেকে আট জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতা শেখ জাফরিনকে যশোর থেকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে খুলনা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির। গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র  উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মশিয়ালী গ্রামে জাকারিয়া-জাফরিন এবং মিল্টন বাহিনীর হামলায় তিনজন নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জড়িতদের আটকে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৫টায় যশোর থেকে আটক হয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শেখ জাফরিন হাসান।

গোয়েন্দা পুলিশ (ডিবি) যশোর বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রামের একটি কবরস্থান থেকে তাকে আটক করে।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) আটক হয় জাফরিন শেখের সহযোগী জাহাঙ্গীর। তাকে পুলিশ যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে আটক করে। পরবর্তীতে জাকারিয়ার শ্বশুর কোরবান আলী ও শ্যালক আরমানকে আটক করে পুলিশ।