শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

মণিরামপুরে জমি নিয়ে বিরোধে আহত ১০, গ্রেফতার ৭

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

যশোরের মণিরামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে দু'পক্ষের হামলায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গংরা ইউনিয়নের বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত- সুভাষ আচার্য্য (৫০), প্রশান্ত আচার্য্য (৪৮), নিন্দ আচার্য্য (৫২), মৃণাল আচার্য্য (৪৭) ও স্বর্ণা আচার্য্যকে (২০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া হামলায় জড়িত সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার হন- নয়ন আচার্য্য, সত্য আচার্য্য, উত্তম, জীবন কৃষ্ণ, আকাশ, পবিত্র ব্যানার্জী ও পাপন আচার্য্য নামে সাত যুবক।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার গংরা ইউনিয়নের বাজিতপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে দু'পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া হামলায় জড়িত সন্দেহে সাত যুবককে তাৎক্ষণিক আটক করে তাদের নামে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।