শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

যশোরে অস্ত্র মামলায় তিন আসামীর রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

যশোরের বেনাপোল সীমান্তে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার তিন আসামীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শার্শা উপজেলার সরবংহুদা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম ও ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল। 

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে ১১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ২২টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলিসহ ওই তিন আসামিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ইউনিট। ওই মামলার শুনানি শেষে গ্রেফতার তিন আসামীর জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।