শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

কুষ্টিয়ায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে থেকে পাওয়া করোনার নমুনা পরীক্ষার ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।

পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় ১৮৯টি নমুনা পরীক্ষার মধ্যে জেলার আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও কুমারখালী উপজেলার ১ জন রয়েছেন।

এছাড়া ঝিনাইদহের ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন ও মেহেরপুরের ১৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, চুয়াডাঙ্গার ২৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং মাগুরার ১২ জনের নমুনা পরীক্ষায় ২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরীক্ষা সংক্রান্ত ফলাফল সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানা ল্যাব সূত্রে জানা গেছে। 

এদিকে স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত কুষ্টিয়ার মোট তিন হাজার ৪১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯৭ জন। এছাড়া করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭ জনের।