শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার উপ-নির্বাচনে সবার মনোনয়নপত্র বৈধ

যশোরের আলো

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুয়াযী প্রার্থীদের যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৪ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।

প্রার্থীরা হলেন- সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাবেক ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি। বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনী ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী, বিএনপি মনোনিত প্রার্থী শামসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দিলু পাটোয়ারী।

উল্লেখ্য, সদর উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পদত্যাগে এবং বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের মৃত্যু জনিত কারণে পদ দুটি শূন্য রয়েছে।