শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মৃত্যু

যশোরের আলো

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

২০১৯ সালের ১৭ নভেম্বর চিনের হুবেই প্রদেশের উহানে শুরু হয় করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। যা দ্রুতই বৈশ্বিক মহামারিতে রূপ নিয়ে গত এক বছর সারা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। 

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়ে ১০ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ৮৬৮ জনের। 

একই সময়ে আক্রান্ত হয়েছে ৫ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৫৮ জন। অন্যদিকে সুস্থ হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৬৬২ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে মারা গেছে আরও ২ হাজার ৬৫ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনের। 

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে নতুন করে ৬৫৩ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৮৭০ জনের। আর আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮ হাজারের বেশি মানুষ।