বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

যশোরের আলো

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার মজুদ আজ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এর আগে পূর্ববর্তী কর্মদিবসে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৪০.৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।- বাসস

ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানি ব্যয় হ্রাস এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

তিনি আরো বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো অব্যাহতভাবে মার্কিন ডলার ক্রয় করায় এটি বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে।