শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দৌলতপুরে ৬১ গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারে ঘর দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৬১টি গৃহহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় আধাপাকা ঘর। 
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সরকারী জমিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন জানান, এই উপজেলায় জমিও নেই বাড়িও নেই এমন ‘ক' তালিকাভুক্ত পরিবারের সংখ্যা ১২৭টি। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৬১ পরিবারের জন্য সরকারি খাস জমিতে তৈরি করে দেয়া হচ্ছে পাকা বাড়ি। পরবর্তীতে বাকি ৬৬ পরিবারকেও তৈরি করে দেয়া হবে পাকা ঘর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসেমুদ্দিন হাসু প্রমুখ।