শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

যশোরে লকডাউন অমান্য করায় জরিমানা

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

যশোরে লকডাউন অমান্য করায় ২০ মামলায় ৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরসহ চার উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, যশোরে লকডাউনের চতুর্থ দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে শার্শা, চৌগাছা, কেশবপুর ও সদর উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ২০টি মামলায় ৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কেন্দ্রীয়ভাবে শুক্রবার (৯ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শপিংমল, দোকান খুলে দেয়ার ঘোষণায় যশোরের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। ব্যবসায়ীরা জানান, আমরা সরকারের সিদ্ধান্ত পালন করছি। সরকারিভাবে ঘোষণার পর শপিংমল দোকান বন্ধ রেখেছি। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারিভাবে দোকান খোলার ঘোষণা হয়েছে। সে কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করবো।