বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

`অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রদল কর্মী`

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

যশোরে অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রুবেল নামে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে যশোর জিলা স্কুল মাঠের ভেতরে তিনি হামলার শিকার হন। 

আহত রুবেল শহরের ষষ্ঠিতলাপাড়ার নওশের আলীর ছেলে। সে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে।

আহত রুবেল জানায়, একমাস আগে লালদিঘির পাড়ে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় মানববন্ধনে দাঁড়ানো নিয়ে সিটি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মিজানের সাথে গোলযোগ বাধে। এ সময় বিষয়টি হাতাহাতি পর্যায় চলে যায়। বিষয়টি নিয়ে বিএনপির উচ্চ পর্যায় নেতা পর্যন্ত গেলেও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এর জেরে রাতে মিজানের নেতৃত্বে তার উপর বোমা বিস্ফোরণ ও পরে বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার ররিউলের ছেলে স্বাক্ষরসহ চার পাঁচজন রামদা দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। 

এদিকে, হাসপাতালে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা আহত রুবেলকে হাসপাতালে দেখতে আসলে বিপরীত পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান রুবেলের মাথা, ঠোঁট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে হাসপাতালে আনার পর অস্ত্রোপচার করা হয়েছে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে রুবেলকে দেখতে গিয়েছেন। একই সাথে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

তবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ বিষয়ে কিছুই জানেন না বলে প্রতিবেদককে বলেছেন।
 
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক আহত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।