শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

ঝিকরগাছার ৬শ` পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৬ জুলাই ২০২১ শুক্রবার

করোনা সংক্রমণ বিস্তাররোধে চলমান লকডাউনে বিপাকে পড়া যশোরের ঝিকরগাছার দিনমজুর, রিক্সা-ভ্যানচালকসহ বিভিন্ন পেশার নিম্নআয়ের ৬শ' পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সরকারি এম এল মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে এ সব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। 

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়নে আমি সর্বদা আপনাদের পাশে থেকেই কাজ করছি। আমরা আল্লাহর রহমতে হয়তো একদিন মহামারী থেকে রক্ষা পাবো। বর্তমান করেনাকালীন সময়ে সরকারী আইন মেনে চলুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।