বিটুবির টাকা আটকে দিয়েছে বিকাশ
ডেস্ক রিপোর্ট
যশোরের আলো
প্রকাশিত : ০১:৫৩ এএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

বিটুবির টাকা আটকে দেয়ায় গাইবান্ধায় বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস ঘেরা করে বিক্ষোভ করেছেন বিকাশ এজেন্টরা। এজেন্টদের দাবি, বিকাশ কর্তৃপক্ষ তাদের ন্যয্য পাওনা আটকে দিয়ে অমানবিক আচরণ করছে।
স্থানীয় সূত্র বলছে, সোমবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলার বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসের সামনে বিটুবির টাকা নেয়ার জন্য জড়ো হতে থাকেন বিকাশ এজেন্টরা। এসময় বিকাশ কর্তৃপক্ষ এজেন্টদের বিটুবির টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস ঘেরা করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
তাদের দাবিগুলো হলো- এজেন্টদের বিটুবির টাকা নিয়মিত দিতে হবে, বিকাশ কর্তৃপক্ষকে অবশ্যই এজেন্টদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে, এজেন্টদের সাথে স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে।
জানা যায়, বিগত রোববার গাইবান্ধায় বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসের এক কর্মকর্তার সঙ্গে একজন বিকাশ এজেন্টের কথা-কাটাকাটি হয়। এরপর সোমবার বিকাশ কর্তৃপক্ষ এজেন্টের বিটুবির টাকা আটকে। এর জেরে বিক্ষোভ করছে বিকাশ এজেন্টরা।
আন্দোলনকারী বিকাশ এজেন্ট মোহাম্মদ আজমানুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। এসব অন্যায় সহ্য করেছি শুধু সেবা পাওয়ার আশায়। কিন্তু এখন অন্যায়ের সীমা বেড়ে গেছে। কথায় কথায় আমাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাদের বিটুবির টাকা আটকে দেয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ন্যয্য পাওনা বিকাশ কর্তৃপক্ষকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে।’
এ বিষয়ে কথা বলার জন্য গাইবান্ধা বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার একজন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আমাদের প্রতিবেদককে বলেন, ‘আমরা আলোচনার জন্য বিকাশ এজেন্টদের ডেকেছিলাম। তবে তারা আলোচনায় সাড়া দিচ্ছে না বলেই যত ঝামেলার সৃষ্টি হয়েছে।’