শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

সার্চ ফলাফলে ‘গিটার টিউনার’

ডেস্ক রিপোর্ট:

যশোরের আলো

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে জীবনে চলমান সবকিছুই সহজ থেকে সহজতর হয়ে আসছে। তেমনই ডিজিটাল এ যুগে অনেকটাই সহজে গিটার টিউন করা যায়।

অ্যাপ বা গুগল অ্যাসিস্টেন্টের গিটার টিউনার দিয়ে সহজেই পাওয়া যায়। এবার এ বিষয়টিকে আরও সহজ করল গুগল, নিজেদের সার্চ সেবার মধ্যেই ‘ক্রোমাটিক টিউনার’ যোগ করে দিয়েছে সেবাটি। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল সম্প্রতি নতুন সার্চ ফিচারটির ব্যাপারে জানিয়েছে। প্রায় সব ডিভাইস থেকেই প্রবেশ করা যাবে তাদের গিটার টিউনারে।

সার্চ অপশনে শুধু ‘গুগল টিউনার’ লিখলেই ফলাফল পেজের প্রথমে মিলবে টিউনারটি। এরপর নিজ ডিভাইসের মাইক্রোফোনের মাধ্যমে ফিচারটিকে বাদ্যযন্ত্রটির আওয়াজ শোনার ব্যবস্থা করে দিতে হবে।

ফিচারটি এ সময় ব্যবহারকারীর অনুমতি চাইবে। ফিচারটি বাদ্যযন্ত্রের টিউন ঠিক আছে কি না বা ভিজুয়াল ইন্ডিকেটরের মাধ্যমে তা ঠিক করতে হবে কি না, সে ব্যাপারে ব্যবহারকারীকে জানিয়ে দেবে।