শুক্রবার   ২২ সেপ্টেম্বর ২০২৩   আশ্বিন ৬ ১৪৩০   ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

চৌগাছার আবাসন প্রকল্পের সব পরিবারকে খাদ্য সহায়তা

যশোরের আলো

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

যশোরের চৌগাছা উপজেলার আবাসন প্রকল্পে বসবাসকারী সব পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হায়াতপুর আবাসন প্রকল্পে খাদ্য সামগ্রী বিতরণ করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার হায়াতপুর আবাসনে বসবাসকারী ২৪ পরিবারের প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি করে মসুর ডাল, লবণ, চিনি, সোয়াবিন তেল এবং দুই কেজি চিড়া ও ৫০০ গ্রাম নুডুলস দেয়া প্রদান করা হয়। 

ইশতিয়াক আহমেদ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল আবাসনে এই খাদ্য সহায়তা দেয়া হবে।