মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

যবিপ্রবিতে দুই ডোজ টিকা ছাড়া সশরীরে ক্লাস নয়

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল বিভাগের সকল বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। ক্লাসে কোভিড-১৯ এর ২ ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরাই সশরীরে অংশগ্রহণ করতে পারবেন। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) যবিপ্রবি উপাচার্যের অফিস কক্ষে ডিনস কমিটির সভায় সশরীরে ক্লাস শুরু করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত ২ ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে অতি জরুরীভাবে টিকা গ্রহণ করে টিকা গ্রহণের সনদ সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যবিপ্রবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের পক্ষে ড. শিরিন নিগার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।