আরো এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের আলো
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

মাত্র কয়েক দিনের ব্যবধানে ভারতী তিন অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সাহানা ও পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণী এক অভিনেত্রীর নাম।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, নিজ ফ্ল্যাটেই শেরিন সেলিন ম্যাথিউর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুতের ভাড়া বাসায় শেরিনের রুমমেটরা তাকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরো জানা গেছে, কয়েক দিন ধরে বন্ধুদের সঙ্গে বাদানুবাদ চলছিল শেরিনের। এ কারণে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।
আরো জানা গেছে, ২৬ বছর বয়সি এ মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি। এরই মধ্যে তথ্য পেয়ে ভারতীয় পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি নিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শেরিন আত্মহত্যা করেছেন। পুলিশ তার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।