ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
যশোরের আলো
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২১ মে ২০২২ শনিবার

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সফর শেষ হবে ১৬ জুলাই। তবে এই সফরে যাবেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরই মধ্যে বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি।
জুলাইয়ের প্রথম সপ্তাহে মুসলমানদের পবিত্র হজ। সেটি পালন করতে আগামী ২২ জুন সৌদি আরব যাবেন মুশফিক। এ কারণেই তিনি ছুটি নিয়েছেন। ফলে মিস করবেন ক্যারিবিয়ান সফর। ইএসপিএনক্রিকইনফোকে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের আগেই সে (মুশফিক) আমাদের জানায় যে, সে এ বছর হজ করতে চায়। সবকিছু নিশ্চিত হওয়ার পর সে আমাদের ছুটি চেয়ে চিঠি দেয়। আমরাও সেটি মঞ্জুর করেছি। সে পুরো সফরেই থাকবে না।’
একনজরে বাংলাদেশের ক্যারিবিয়ান সফরসূচি
৫ জুন- যাত্রা
১৬-২০ জুন- প্রথম টেস্ট, ভেন্যু- অ্যান্টিগা
২৪-২৮ জুন- দ্বিতীয় টেস্ট, ভেন্যু- সেন্ট লুসিয়া
২ জুলাই- প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু- ডমিনিকা
৩ জুলাই- দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- ডমিনিকা
৭ জুলাই- তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- গায়ানা
১০ জুলাই- প্রথম ওয়ানডে, ভেন্যু- গায়ানা
১৩ জুলাই- দ্বিতীয় ওয়ানডেম, ভেন্যু- গায়ানা
১৬ জুলাই- তৃতীয় ওয়ানডে, ভেন্যু- গায়ানা