শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বাঘারপাড়ায় ওয়ার্কার্স পার্টি’র সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি

নিউজ ডেস্ক:

যশোরের আলো

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

যশোরের বাঘারপাড়ায় ওয়ার্কাস পার্টির(মার্কসবাদী) এর সাংগাঠনিক সম্মেলনের সমাপ্তি দিনে  গঠিত ২১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে কমরেড তুষার কান্তি দাসকে সভাপতি ও ইকবাল কবির জাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দু’দিনব্যাপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন উপজেলার জামদিয়া ইউনিয়নের তেভাগা আন্দোলনের পূণ্যভূমিখ্যাত কমরেড অমল সেনের স্মৃতি বিজড়িত বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি তুষার কান্তি দাস। এ দিন আমন্ত্রিত অতিথি ছিলেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ’র সম্পাদক মন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু।

সম্মেলন সূত্রে জানা যায়, গত ২ জুন প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬০ জন পার্টি সভ্য’র উপস্থিতিতে বাংলাদেশের কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যৌথ খসড়া ঘোষণাপত্র পাঠ করেন কমরেড ইকবাল কবির জাহিদ। শেষ দিন (৩ জুন) সেই খসড়া ঘোষণা পত্রের উপর বিস্তারিত আলোচনা করেন এবং সংশোধন করে তা চুড়ান্ত করেন সম্মলনে উপস্থিত সভ্যরা। এরপর সিদ্ধান্ত হয় আগামি ১১ ও ১২ আগষ্ট সম্ভাব্য স্থানে দুই পার্টির ঐক্য কংগ্রেস অনুষ্ঠিত হবে।

এ সময় খসড়া দলিলের উপর আলোচনা করেন, বর্তমান কেন্দ্রীয় সভাপতি তুষার কান্তি দাস, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, গাজি আব্দুল হামিদ, অধ্যাপক ইসরারুল হক, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মোজাম্মেল হক, তারাপদ রায়, খুলনা জেলা কমিটির সভাপতি গাজি নওশের, যশোর সভাপতি নাজিম উদ্দিন, মাগুরা সভাপতি কাজী নজরুল ইসলাম, ঝিনাইদহ সভাপতি মোফাজুল হোসেন মঞ্জু, সিলেট সভাপতি বিধান দাস, চুয়াডাঙ্গা সম্পাদক আলাউদ্দিন ওমর, নারী নেত্রী সখিনা বেগম দীপ্তি, ভবদহ আন্দোলনের আহ্বায়ক কমরেড রনজিত বাওয়ালী, চৈতন্য পাল প্রমুখ।