শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

ঝিনাইদহসহ দুদকের ১২ নতুন কার্যালয় চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩ জুলাই ২০২২ রোববার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও ১২ কার্যালয় চালু হচ্ছে আজ। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ,কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো: জহিরুল হকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ পৃথক আনুষ্ঠানিকতায় কার্যালয়গুলো উদ্বোধন করবেন।

শনিবার সংস্থার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেষোক্ত এক ডজনসহ সারা দেশে দুদকে মোট কার্যালয় হচ্ছে ৩৬টি। নতুন কার্যালয়গুলো হচ্ছে, নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ),গাজীপুর (গাজীপুর ও নরসিংদী),গোপালগঞ্জ,কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর),নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা),ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) ও ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও ও পঞ্চগড়)।অফিসগুলো দুদকের ‘সমন্বিত জেলা কার্যালয়-সজেকা’ হিসেবে পরিচিত হবে।

এর আগে সংস্থাটির সচিব মো: মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দুদকের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশের ১২ জেলায় নতুন কার্যালয় স্থাপন করছে কমিশন। চলমান ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে নতুন এই ১২টি সমন্বিত জেলা কার্যালয়। ৩ জুলাই দুদকের নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে চলতি বছর ১ জানুয়ারি কক্সবাজারে (কক্সবাজার ও বান্দরবন জেলা) ও ৩০ মার্চ ২০২২ থেকে মাদারীপুরে (মাদারীপুর ও শরীয়তপুর) দুদকের নতুন ২টি কার্যালয় চালু হয়।

দুদক সচিব আরও জানান, ইতিমধ্যে ১১৩ জন নতুন সহকারী পরিচালক ও ১৩৭ উপ-সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তা দুদকে যোগদান করেছেন। তাদের প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। নতুন কর্মকর্তা-কর্মচারী এবং নতুন কার্যালয় নিয়ে দুদক পুরো উদোমে কাজ চালিয়ে যাবে। দুদকের অফিস থাকায় জেলাগুলোতে অনিয়ম-দুর্নীতি দমন কার্যক্রম আরও জোরদার হবে।