রোববার   ১০ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২৫ ১৪৩০   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

শার্শা সীমান্তে ৯ স্বর্ণবারসহ আটক ১

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

যশোরের বেনাপোল শার্শা সীমান্ত এলাকা থেকে নয়টি স্বর্ণের বারসহ শুকুর আলী (৪৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত স্বর্ণবারগুলোর মোট ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম।

বুধবার ( ৩১ আগস্ট) বিকেলের দিকে শার্শা উপজেলা রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।  

আটক আলী শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের মৃত মিয়ারাজ আলীর ছেলে।  

খুলনা ২১ বিজিবি সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করা হয়। এ সময় তার কাছ থেকে ছোট-বড় নয়টি স্বর্ণের বার জব্দসহ তাকে (আলী) করা হয়। আটক আলীর নামে চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর মোট ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা।