শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

পাকিস্তানের বিশ্বরেকর্ড ভাঙল ভারত, পেছনেই উগান্ডা

যশোরের আলো

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

রোববার রাতে ছিল ক্রিকেটপ্রেমীদের ব্যস্ততম রাত। অনেকের জন্য উৎসবের রাত, অনেকের হতাশার। তবে ভারতবর্ষের তথা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমর্থকদের জন্য উৎসবের নিশ্চিত।

কারণ এদিন দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে ৭ রানে জিতেছে বাংলাদেশ, অন্যদিকে করাচিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে মাত্র ৩ রানে হারিয়েছে পাকিস্তান আর  হায়দরাবাদে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। 

তবে অস্ট্রেলিয়াকে পরাজয়ের স্বাদটা একটি বেশি আনন্দিত করেছে ভারতীয়দের। কারণ এদিন শুধু ২-১ ব্যবধানে সিরিজই জেতেনি, এ জয়ের সুবাদে পাকিস্তানের বিশ্বরেকর্ডটি কেড়ে নিয়েছে রোহিত শর্মার দল। 

চলতি বছর ২৯ ম্যাচ খেলে ভারতের এটি ২১তম টি-টোয়েন্টি জয়, যা কিনা এক বছরে সর্বোচ্চ জয়ের বিশ্বরেকর্ড।  

২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচ খেলে ২০টি জিতেছিল পাকিস্তান।  এর আগে ২০১৮ সালে তারা জিতেছিল ১৭ ম্যাচ।  

এই রেকর্ডে ভারত ও পাকিস্তানের পরেই উগান্ডার অবস্থান। ২০২১ সালে ২২ ম্যাচ খেলে ১৬টিতে জয় পেয়েছে উগান্ডা।  তাদের অবস্থান চতুর্থ। আর ২০১৬ সালে ২১ ম্যাচে ১৫ জয় নিয়ে পঞ্চমে রয়েছে ফের ভারতের নাম।

চলতি বছরের ২৯ ম্যাচে ভারত জিতেছে ২১টি, হেরেছে ৭টি আর অমীমাংসিত একটি।

এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড

১/ ভারত - ২৯ ম্যাচে ২১ জয় (২০২২)
২/ পাকিস্তান - ২৯ ম্যাচে ২০ জয় (২০২১)
৩/ পাকিস্তান - ১৯ ম্যাচে ১৭ জয় (২০১৮)
৪/ উগান্ডা - ২২ ম্যাচে ১৬ জয় (২০২১)
৫/ ভারত - ২১ ম্যাচে ১৫ জয় (২০১৬)