শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৭ ১৪৩০   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

বেনাপোল দিয়ে উপহারের ৩০টি মিউল হস্তান্তর করলো ভারত

নিউজ ডেস্ক

যশোরের আলো

প্রকাশিত : ১০:১৫ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি মিউল দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মিউলগুলো হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।

মিউলগুলো হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কর্নেল বিথুন মোহনলে, ও কর্নেল রাকেশ সিংসহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মিউলগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে যশোর নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও কয়েকটি চালানে ভারতীয় সেনাবাহিনী উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।