মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ২০ ১৪৩০   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডেনমার্কের ডিলানি

যশোরের আলো

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নেমছিল ডেনমার্ক। এ ম্যাচে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার থমাস ডিলানি। ডেনমার্ক ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  

প্রথম ম্যাচে গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ড্যানিশরা।

ডেনমার্কের কোচ কাসপার হুলমান্ড এক বিবৃবিতে বলেছেন, আমরা তাকে মাঠ ও মাঠের বাইরে উভয় জায়গা মিস করবো। আমাদের অন্য খেলোয়াড়রা প্রস্তুত আছে। আগামী ম্যাচগুলোর জন্য আমার হাতে শক্তিশালী একটি স্কোয়াড আছে।

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার হয়ে খেলে থাকেন ডিলানি। ইনজুরির কারণে গ্রুপ পর্বে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আর খেলা হলোনা।