শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
৩১৪

অভয়নগরে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

‘মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ৩ মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর কর্মসূচি যশোরের অভয়নগর উপজেলায় উদ্বোধন করা হয়েছে।

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর কৃষক লীগের উদ্যোগে সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার নওয়াপাড়া জাতীয় ঈদগাহ মাঠে বেশ কয়েকটি বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ মুন্সী, নওয়াপাড়া পৌর কৃষক লীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জী, সহসভাপতি আবদুস সামাদ মোল্লা,

চলিশিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুর রাজ্জাক সানা, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. ইউনুস আলী মুন্সী, সিদ্দিপাশা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেকসাদ সর্দার প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর