শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন কাতারের আমির যশোরে লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন ৫০ বছরে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান
১৯৪

কেশবপুরে বিনামূল্যে টিকার রেজিস্ট্রেশন করে দিচ্ছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

যশোরের কেশবপুরে গ্রামে গ্রামে গিয়ে টিকা নিতে আগ্রহীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার (০৯ আগষ্ট) থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ১২টি টিম গঠন করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিনেই গ্রামের মানুষের মধ্যে টিকার রেজিস্ট্রেশন করার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সোমবার দুপুর পর্যন্ত টিকা নিতে আগ্রহী ৩৬০ জনকে রেজিস্ট্রেশন করানো হয়। 
ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে গ্রামের মানুষদেরকে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, সদস্য মোখলেছুর রহমান সান্টু, ছাত্রলীগ নেতা স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, সাব্বির রহমান, আব্দুল্লাহ আল মামুন পিয়াস, আবির হোসেন, লিমন আহমেদ, সজীব হোসেন প্রমুখ।

টিকার রেজিস্ট্রেশন করতে আসা রাবেয়া বেগম জানান, বাড়ি থেকে বাজার দূরে থাকায় রেজিস্ট্রেশন করতে না পেরে আমি করোনার টিকা নিতে পারছিলাম না। সকালে ছাত্রলীগের মুকুল গ্রামের স্কুলে এসে ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে ১২টি টিম গঠন করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনার ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে। গ্রামের মানুষের মধ্যে প্রযুক্তি স¤পর্কে ঠিকমতো ধারণা না থাকায় অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছিলেন না। আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলকে টিকার আওতায় আনার জন্য গ্রামে গ্রামে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি। 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর