শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১৯৩

ঘোড়ার গাড়িতে পিকনিক করে চমক দেখাল রুপদিয়ার নার্সারি মালিকরা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

যশোরের রুপদিয়া নার্সারি সমিতির সদস্যরা এক বিরল আয়োজন করেছেন। দামি গাড়ি, ধুমধড়াক্কা ডিজে গান যখন প্রচলিত ধারা হয়ে দাঁড়িয়েছে ঠিক সে সময় যশোরের মানুষের দৃষ্টি কেড়েছে অন্যরকম এক আয়োজন। ঘোড়ার গাড়ি নিয়ে পিকনিকে যান রুপদিয়ার নার্সারি মালিকরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে আনন্দ ভ্রমণে মেতে ওঠেন শতাধিক মানুষ। গ্রামবাংলার জনপ্রিয় গানের তালে তালে ঘোড়ার গাড়িতে শহর ঘুরে পরিবার নিয়ে যশোরের বিমানবন্দর ভ্রমণ করেন রুপদিয়া নার্সারি সমিতির সদস্যরা।

ব্যতিক্রমী এ আয়োজন দৃষ্টি কাড়ে গ্রাম এবং শহরে মানুষের।

আয়োজক কমিটির সদস্য কওসার আলী মোল্লা ও বেলাল হোসেন জানান, তারা প্রতি বছরই  ঘোড়ার গাড়িতে করে পিকনিকের আয়োজন করেন। তারই অংশ হিসেবে এ বছরেও তারা এ ভ্রমণের আয়োজন করেছেন। তাদের প্রধান উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর