বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
৩৩১

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু পুত্র ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বামনআলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- বামনআলী গ্রামের বাসিন্দা মকছেদ আলী (৫০) ও তার শিশু পুত্র ইউসুফ আলী (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মকছেদ আলী নিজ বাড়ির টিনের চাল মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় খেলার বসে পাঁচ বছরের শিশু ইউসুফ আলী বাবা মকছেদ আলীকে স্পর্শ করলে দুজনই বিদ্যুতায়িত হন। বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে তারা মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। এ সময় তাদেরকে হাসপাতালে নেয়ার সময় তাদের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তারা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর