শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২৭৪

ঝিনাইদহে প্রতারণার অভিযোগে দুই নারীসহ আটক ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে অসুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা করা হয়েছে।

আটককৃতরা হল, জেলা সদরের আড়মুখ গ্রামের মো: আলাউদ্দিনের মেয়ে সুমী (২৪), নলডাঙ্গা নারায়নপুর গ্রামের প্রফুল্ল কুমার বিশ্বাসের ছেলে প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩০) এবং শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে তন্নী (২৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অসুস্থতার কথা বলে এবং মোবাইলে কথা বলে প্রতারণা করে মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি নগ্ন ছবি তুলে ব্লাক মেইল করছিল।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শহরের ব্যাপারী পাড়া এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নীকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর