শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১০২

ঝিনাইদহে ভেজাল মধু জব্দ, আটক ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার সকাল এগারোটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মংচাইন তংচংগ্যার ছেলে প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার ক্যয়জছিং চাকমার ছেলে মংলাইগ্য চাকমা ও একই এলাকার মংম্যাচিং চাকমার ছেলে আংলাচিং চাকমা।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দীন জানান, একটি চক্র পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ঝিনাইদহে এসে রং ও চিনি মিশিয়ে ভেজাল মধু প্রস্তত করতো। পরে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ী মধুর নামে উচ্চ মূল্যে এই ভেজাল মধু বিক্রি করতো তারা।

গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আটক করা হয়।তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর