শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
৩৬৮

নওয়াপাড়ায় আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

অভয়নগর উপজেলায় স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার দুপুরে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম. ফারুক আহমেদ, শেখ মো. গোলাম রব্বানী, রাজটেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শামীম আখতার শিমুল প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারীদের তিনটি ব্যাচে বিভক্ত করে ৪দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী চলবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভয়নগর উপজেলা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর