শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১০১

পাটুরিয়া রুটে ডুবে যাওয়া খানজাহান আলী ফেরি উদ্ধার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার হয়েছে। প্রায় চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে ডুবোচরে আটকা থাকা রোরো ফেরি খানজাহান আলী। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে দুটি উদ্ধারকারী জাহাজ ফেরিটি উদ্ধার করে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বিকেল ৫টার দিকে পাটুরিয়া ঘাট থেকে বাস-ট্রাকসহ বেশকিছু যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় খানজাহান আলী। কিছুদূর যাওয়ার পর ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায় ।

বিষয়টি জানার পর তাৎক্ষণিক সেখানে দুটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, পদ্মা-যমুনা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। সৃষ্ট ডুবোচর মাস্টার দেখতে না পাওয়ায় ফেরিটি মাঝ নদীতে আটকা পড়ে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর