বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
৩৩৩

ফুল রফতানি করতে চান যশোরের গদখালীর চাষিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

যশোরের গদখালীর ফুলচাষিরা কেবল দেশের বাজারেই নয়, বিদেশের বাজারেও ফুল পাঠাতে চান। সেইসাথে ফুলপ্রেমীদের বিনোদনের জন্য গদখালিতে পিকনিক স্পট তৈরির তাগিদ অনুভব করছেন তারা। 

সংশ্লিষ্টদের দাবি, এ কাজে সরকারি পৃষ্টপোষকতা পেলে এ অঞ্চলের বাণিজ্যিক ফুল চাষ আরো বিস্তার লাভ করবে।

 ১৯৮৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে মাত্র ৩০ শতক জমিতে রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে দেশে বাণিজ্যিক ফুল চাষের সূচনা করেন শের আলী সরদার। এরপর তার দেখাদেখি ফুল চাষে এগিয়ে আসেন গদখালীসহ আশপাশের বিভিন্ন গ্রামের চাষিরা। সময়ের পরিক্রমায় গদখালী এখন ফুলের রাজধানী হিসেবে চিহ্নিত। বর্তমানে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল চাষ হয়। যা দেশের মোট চাহিদার দুই তৃতীয়াংশ পূরণ করছে। ৩৭ বছর ধরে দেশের চাহিদা পূরণ করা এ অঞ্চলের চাষিরা এখন তাদের উৎপাদিত ফুল বিদেশে রফতানি করতে চান। আর এ বাজার ধরতে পারলে বিকশিত হবে বাণিজ্যিক ফুলের চাষ।

 ফুলচাষিরা বলেন, সরকার যদি চাষিদের প্রতি দৃষ্টি দিতেন তাহলে আমাদের ফুল দেশের বাহিরে পাঠানো যেত।

এদিকে ফুলপ্রেমীদের আগমনে প্রতিদিনই মুখরিত হচ্ছে গদখালীর গ্রামীণ জনপদ। এ অবস্থায় দর্শনার্থীদের সুবিধার্থে গদখালিতে পিকনিক স্পট তৈরির তাগিদ অনুভব করছেন চাষিরা।

ফুলপ্রেমী দর্শনার্থীরা বলেন, আমরা যশোর থেকে আসছি ভালো লাগছে। এখানে এসে আমাদের সময়টা অনেক সুন্দর কাটিয়েছি।

ফুলচাষি শের আলী সরদার বলেন, সরকার এখানে একটা পিকনিক স্পট বানিয়ে দিলে তাহলে এ জায়গাটা পিকনিক স্পট হবে।

বিদ্যমান কিছু সমস্যার সমাধান করা গেলে এবং ফুল রফতানিতে সুনির্দিষ্ট নীতিমালা হলে বাণিজ্যিক ফুল চাষ আরো বিস্তার লাভ করবে বলে মনে করেন বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি আব্দুর রহিম।

ফুল চাষিদের এ নেতা বলেন, উৎপাদনের পর সংগ্রহের ব্যবস্থাপনার চালু হয়নি আমাদের। সংগ্রহ বিষয়টি চালু হলে আমাদের ফুল বিদেশে রফতানি করতে পারব। 

বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির তথ্য মতে, বর্তমানে দেশের ২৫টি জেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর